
প্রিন্স রোমান পিকিউ, প্রকৃত নাম মোঃ আসাদুজ্জামান প্রিন্স (রোমান)। জন্ম রংপুর জেলায় হলেও শৈশব কেটেছে আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া গানের সেই "চিলমারীর বন্দরে"। তিনি দীর্ঘদিন টিভি নাটক নির্মাণের সাথে সম্পৃক্ত। পরিচালনার পাশাপাশি গল্পকার হিসেবেও নাটকপাড়ায় পরিচিতি রয়েছে তাঁর। ২০১৭ সালে প্রিন্স রোমান পিকিউ এর কবিতা "ফুলবানুর কিচ্চা" অবলম্বনে "বিজয়ের গল্প" শিরোনামে একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ হয়। যার চিত্রনাট্যও করেছিলেন তিনি। যা ঐ বছর সর্বাধিক আলোচিত হয়েছিলো। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশসেরা নির্মাতাদের নিয়ে বাছাইকৃত গল্পে কয়েকটি চলচ্চিত্র নির্মাণ হয়। এম আই জুয়েল নির্মিত "মোটা ফ্রেমের কালো চশমা" চলচ্চিত্রটির গল্পভাবনা ছিলো প্রিন্স রোমান পিকিউ এর। যার চিত্রনাট্য করেছিলেন দয়াল শাহা।
মোশারফ করিম অভিনিত "মার্গারেট ও চন্ডিকথক" নাটকে, প্রিন্স রোমান পিকিউ এর লেখা "বেঁচে থাকা মানে" কবিতাটি ব্যাপক সমাদৃত হয়। মাছরাঙ্গা টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ নাটক হিসেবে প্রচার হয়েছিলো সেটি। কবিতাটি "জলেনীলে পক্ষপাত" কাব্যগ্রন্থের।
এছাড়াও তাঁর নির্মিত শিশুতোষ স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র (অনুকরণ The Point Of View) "শেখ রাসেল আন্তর্জাতিক চল্লচ্চিত্র উৎসব এবং ইন্ডিয়ান ফিল্মফেস্ট এ প্রদর্শিত হয়। তাঁর নির্মিত (পিতাজি Power Of Child) স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটিও বেশকিছু পুরষ্কার অর্জন করে। নাট্যাঙ্গনের জনপ্রিয় নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু সহ বেশ কজন গুনি নির্মাতার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
২০১৬ সালে উদাহরণ প্রকাশনী থেকে, প্রিন্স রোমান পিকিউ এর ৫৭ টি কবিতা নিয়ে "জলেনীলে পক্ষপাত" কাব্যগ্রন্থটি প্রকাশ হয়। ২০১৯' এর একুশে বইমেলায় একই প্রকাশনীর ব্যানারে কাব্যগ্রন্থটির ২য় মুদ্রণ এসেছিলো।
জলেনীলে পক্ষপাত (২০১৬)