
কবি মোঃ নাজাতুল হক চৌধুরী। ২০০৪ সালে চটগ্রামে জন্মগ্রহণ করেন, এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০২০সালে মাধ্যমিক পাশ করেন। সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসা থাকায় পড়ালেখার পাশাপাশি লেখালেখি করেন। বর্তমানে তিনি সিলেটের মদন মহন কলেজে সিএসি নিয়ে ইঞ্জিনিয়ারিং করছেন। এবং পাশাপাশি একজন ফ্রন্ডএন্ড ডেভেলপার হিসেবে ফ্রিলান্সিং ও করছেন।
najatulhaque