কবি ইমামুল ইসলাম মুরাদ একবিংশ শতাব্দীর একজন কাব্যকার। ১১ই ভাদ্র ১৪০০ বঙ্গাব্দে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে সম্ভ্রান্ত কোরেশী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল কোরেশী একজন কৃষক ও মাতা মিনা কোরেশী একজন গৃহিনী। কবির জীবন সঙ্গী হুমায়রা কোরেশী শাপলা একজন সৌখিন ছড়াকার। এছাড়াও কবি বিভিন্ন পত্র-পত্রিকায়,সাহিত্য ম্যাগাজিনে এবং বেশ কয়েকটি সাহিত্য ওয়েবসাইটে নিয়মিত লেখা প্রকাশ করেন। কবির অন্যনাম অস্থির।