
চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে পাহাড় ও নদী ঘেরা গ্রামে দুনিয়ার আলো দেখান আমার পরম প্রিয় আম্মাজান নুর বেগম। আমার বাবা মরহুম কামাল উদ্দিন পেশায় ছিলেন বাংলাদেশ সরকারের বন বিভাগে কর্মরত। পাহাড়েই ঘর, ওই থেকে আমার পাহাড়ের জনপদে বেড়ে উঠার গল্প। কবিতা, গল্প, স্মৃতিকথা ও ভ্রমণ নিয়ে লিখতে আনন্দ পাই। অবসরে বই পড়ি, আনন্দে ঘুরে বেড়াই।
Mizanfarabi
"তারুণ্যের কলম" যৌথ কাব্যগ্রন্থ।