
তরুন কবি মোঃ ইয়াসিন ২০০০ সালের ১১ ই অক্টোবর বাংলা ২৬ আশ্বিন ১৮০৭ ও হিজরি ১২ ই রজব ১৪২১ বর্ষে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। বর্তমানে সে ঢাকাতে বসবাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি কবিতা লিখে থাকেন।
কিশোর বয়স থেকেই তার বাংলা সাহিত্যের প্রতি অগাধ প্রেম। তার লেখা বেশীর ভাগ কবিতা পঞ্চ বাক্য বা প্রতিটি লাইনে পাঁচটি করে বাক্য বিশিষ্ট।
তার লেখা কবিতা প্রথম প্রকাশিত হয় ২০২০ সালে "জলতরঙ্গ-২" নামের একটি যৌথ কাব্যগ্রন্থে। এছাড়াও ২০২১ সালে "স্বপ্ননীল" ও "কাব্যকথা" নামের দুইটি যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়। দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকাসহ অসংখ্য পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত তার লেখা কবিতা বের হচ্ছে।
eyasin