
লেখক পরিচিতিঃ-
আলমগীর কবীর। পিতা আলী আজ্জম ও মাতা সুফিয়া খাতুন। ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার কৈয়াডেপা গ্রামে "জিরো পয়েন্টে" ১৯৯৯ সালের ১২ ই ডিসেম্বর এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে কৈয়াডেপা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঘনিয়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি বিশালগড় মহকুমাস্থিত "ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিনে" " রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় " থেকে ইতিহাস অনার্স নিয়ে স্নাতক পাশ করেন। বর্তমানে তিনি " ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে " ইতিহাস নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন।
Alamgir Kabir
স্মৃতির পাতা