দু চাকায় ভর দিয়ে পথচলা, আজ স্মৃতি
ব্যালেন্স করতে গিয়ে, রক্ত ঝরা আজ ইতি।
কৈশোরের প্রেম সেই সাইক্লিস্ট হওয়ার গল্প।
আজো মনে পড়ে সেই, না বলা অল্পস্বল্প।
ঘড়ির ফাঁদে, ষোলোটা রিং চাকার বন্ধ।
দিগবিদিক মন মায়ার টানে, আজো অন্ধ।
পুরনো মাষ্টারপাড়া, ইংরেজি শেখার স্কুল
সাথে সাইকেল,দিদিমণির জন্য হাতে ফুল।
নিয়ম ভেঙে, কলেজ পালিয়ে সিনেমার ঘর
সাইকেল মনে পড়ে কি আজ? এসব তোমার।
হিরো সাইকেল সাথে হিরোইন ভাবা মনে,
হাত ছেড়ে চালানো, রেষারেষি প্রতিক্ষণে।
হাসি ঠাট্টা আর বিকেলের বাহাদুরি আড্ডা
এক্সকারশন আর প্রিয় কলেজের মাঠটা।
সাইকেলে দাপানো, সেই কৈশোর বেলা
হারিয়ে সাইকেল, পঞ্চপান্ডব হেলাফেলা
হুড়োহুড়ি বেসামাল সব সাইকেলে খেলা
সিট উধাও, চাকা লিক, চেন ছাড়া গ্যারেজে
আজো সব মনে লাগে, তড়িঘড়ি ম্যানেজে।
সব আছে তুমি নেই, পুরানো সেই সাইকেল
কানে এসে হেসে বলো,এ কী তোমার আক্কেল??
2023-07-23