বিছানায় নয়, নারী-
মিছিলে ডেকো তারুণ্যের ঝড়ে।
পোস্টারে প্লেকার্ডে, ব্যানারের লাল অক্ষরে
লিখে দিয়ো যৌবনের যত জ্বালা! আমি বুঝে
যাবো, রাষ্ট্র কোথায় কবে ঝুলিয়েছে রুদ্ধ তালা!
ঝুলিয়ে রেখো না আর, আয়োজন-
করো তাড়াতাড়ি। গোপন ঘামের ফোটায়
লিখে রেখো স্বৈরাচারের উন্মাদ হুশিয়ারি।
বন্দুকে পাতা সংসারে, নারী-
দেখো, যুদ্ধের পাশে লিখেছি কাম;
কখন যেনো কোন খেয়ালে মেনে
নিলাম, ‘বিপ্লব আমার চুমুর নাম’!