যুগের সুহৃদ সূর্য্য তুমি বেজে উঠো ফজরের
মাইকের মতো সুরে। কসম অগণিত নারীর
হিংসা অথবা মৃত্যুর অনুরুপ বিপরীত জীবন;
খোদা তুমি লিখে রাখো, নত হতে পারে না
আমার রক্তাক্ত অনশণ, স্বাক্ষী এই কবিতা-
‘পৃথিবীতে দাস হতে আসি নাই’।
যদি বাগানের সবচে সুন্দর ফুল মরে যায় মালীর
হাতে, যদি বৃষ্টি-ঝড়ে ক্ষত হয় দুপুর পোড়া রোদ
অথবা প্রেমিকার আঁচল কিংবা বালিকার বাড়ন্ত
স্তন যদি বঞ্চিত হয় যুগের সাহসি কল্লোল থেকে;
তবুও ধানি জমিনের সাহসে আমি ধনুকের মতো
বাঁকা অনড়।
কার্ল মার্ক্সের কসম; কসম সমাজতন্ত্রের। প্রসস্ত
এই বাংলাদেশে যতোদিন দলিত মানুষের একটি
ভ্রুণ গেয়ে উঠবে উর্বর মাটির গান ততোদিন এক
হাতে শ্রেণীশত্রুর নথিপত্র অন্য হাতে মৃত্যুর মতো
রাজসিক আয়োজনে সুষমবন্টণের এই সংগ্রামি
লড়াই চলবেই, চলবে।
কৃষকের ইজ্জতের কসম; কসম পূর্বপুরুষের।
এই দিগন্ত জোড়া ফসলের মাঠে যারা কৌশলে
বিজ্ঞান লেলিয়ে দিতে চায়, যারা সময় অসময়ে
কর্পোরেট দুনিয়ার দাসত্ব করে করে ইউরিয়ার
গল্প শুনায় আমাদের লাঙলের ফলা তার দিকে
তাক করা থাকলো, আমি লড়ার পক্ষে।