4.5/5 - (2 votes)

আশ্চর্য লোভ ছিল আমার, লোভ ছিল বেঁচে থাকবার,
তবে, মাথা উঁচু করে…

অন্যায়, অনিয়ম, দাসত্বে মাথা নোয়াবো না বলে,
আমি মিছিলে গিয়েছিলাম,
তথাকথিত সমরাস্ত্রের নির্লজ্জ বুলেট
আমার মাথায় আঘাত করে!!
মৃত্যু সমুদ্র ঝড়ে আমি লাশ হলাম।

হাসপাতালে-পুলিশে টানাটানি হলো,
নিথর দেহ আবারো রাজপথে এলো,
এবার আমি বেওয়ারিশ হলাম।

লাশ ঘরে যখন পচে-গলে যাচ্ছি
শহর জুড়ে কারফিউ,
যেন গোরস্তানের নীরবতা!
শ্মশান জ্বলছে যত্রতত্র!
স্বপ্ন গুলো আঁধারে মিলিয়ে যাচ্ছে
যেভাবে হারাচ্ছে বারুদের গন্ধ বাতাসে।

রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ইতিহাসে সব হিসেব মিললো,
শুধু মিললো না লাশের হিসেব!
না মেলা হিসেবে আমার রক্ত বিন্দু
অবেলার বৃষ্টিতে ধুয়ে যায়,
মিশে যায় ধূলায় ধূসরিত হয়ে।

রাজপথের প্রতিটি ধূলিকণা যদি সাক্ষ্য দেয়,
যদি না করে বেইমানি,
জনস্রােতে ভাঙবে অন্যায়ের বাঁধ,
বইবে উদ্দাম বাতাস,
বলবে তারুণ্য সমস্বরে,
“মুক্তি চাই, মুক্তি দাও”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments