3/5 - (1 vote)

চুপ কেন?
আদ্রতা মিশিয়ে মেঘের সাথে বৃষ্টির বায়না পূরণ করিনি বলে?
কি করব!! চারিদিকে যে হাজারো হাহাকারে বিভ্রান্ত ছিলাম।
চারিদিক বেরিয়ে এসেছিলো হাজারো অভিযোগ নিয়ে।
শিশির বিন্দুর অস্বাভাবিক অভিমান তাকে নিয়ে কবি আর ভাবে না।
টাকা বলে আমায় সবাই পুজা করছে, কালো কিংবা সাদা সবাই ওং নম নম করে।
বিড়ম্বনায় পরে গিয়েছি ভাই।
নদীর খোব সভ্যতার প্রগাঢ় অহংকারে।
চাতক বলে তার নাকি আর তৃষ্ণা পায় না।
আকাশ বলে তার বিশলতা ফুরিয়ে গেছে।
শৈশবের অভিযোগ, তাকে নাকি বিলীন করেছে সয়ংক্রিয় বুদ্ধিমত্তা।
পাহাড় বলে সে নাকি সমতলে মিলিয়ে যাচ্ছে।
নৈতিকতা ভিষণ অভিমান নিয়ে আত্মহত্যা করেছে।
ধর্ম নাকি লাল রং-এ বিভক্ত।
তাকে নিয়ে নাকি যুদ্ধ ব্যবসায় মত্ত দালালীরা।
ক্ষমতা নাকি অতিকায় দানবের হাতে বন্দী।
তুমি ভালোই করেছো চুপ থেকে।
তুমি বেজায় পুরোনো হয়ে গেছো।
তোমায় ছেড়ে দেহ নিয়ে মেতেছে স্বত্ত্বা।
এখন আমি প্রেমের মজলিসে মদ খেয়ে মেতে থাকি অস্বাভাবিক শব্দ দূষণে।
তুমি বরং চুপ করেই তার নাম দেও ছলনা।
আমি সেখানেই একটু শান্তি নেই।
আজ তোমায় বায়না কিংবা গল্প আর শোনবো না।
তোমায় প্রত্যাহার করে আমি সময়ের সাথে যাব।
বিদায় জানাবো বলে বিভীষিকার সাথে বাজি ধরেছি।
এখন! এখন আমায় শুধু খুঁজে পাবে ষড়রিপুর পানশালায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments