ধর্মাবতার , সে আমায় ভালো না বাসুক
অন্তত পাশে এসে বসুক কিছুক্ষন ।
চন্দনের বনে একমাত্র নিমগাছটির মতো
আমিও সুগন্ধে ভরে যাবো ।
বিয়ের মরশুম এলে ভয়ে ভয়ে থাকি
কী জানি কখন সে আমায় ছেড়ে যাবে !
দেশে কবি ও মাতালের সংখ্যা বাড়বে
রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে প্রেমের জন্য ।
আপনি বিচার করুন ধর্মাবতার…
যে শহর প্রেমকে অবহেলা করেছিল
তার নীলাকাশ ঢেকে যাবে কালো মেঘে
পিয়নেরা চিরকাল ছুটিতে থাকবে
অসুস্থ হবে সব ফুলঅলা
– এমন অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন হুজুর ।
হুজুর , সে আমার স্বপ্নেও ঢুকে বসে আছে
এখনো এই ঠোঁটে লিপস্টিকের দাগ
এখনো আমার হাত তার আদরের আদল ভোলেনি ।
আমি ভালবাসতে বাসতে ফতুর হয়েছি হুজুর ,
এখন যদি কেউ বলে —
বামন চাঁদের নাগাল পাবে না
আপনি কী বলবেন ধর্মাবতার ?
এখনো তো প্রেমে মিথ্যে জায়েজ
তবে সে মিথ্যেই বলুক – ভালোবাসি ।
ফুল তাকে ঈর্ষা করে
প্রজাপতি তাকে বিরক্ত করে দিনভর
শুধু আমি ভালোবাসি বললেই যত বিপত্তি ঘটে ।
বলুন ধর্মাবতার অমন নির্দয় মহিলাকে কী শাস্তি দেবেন ?
হুজুর , সে চলে গেল আমি মরে যাব
বরং সে যাওয়ার আগে আমাকে পাগল করে দিয়ে যাক
ধর্মাবতার , প্রেমিকের জন্য অন্তত
এটুকু সুবিচার হোক …!
2023-02-13