Review This Poem

এতোগুলো বছর দিব্যি বেঁচে আছি
হিংসে, ভালোবাসা অনেক দিয়েছি
গুটিকতক কবিতাও লিখেছি
তবু সাধ হয় যম, আর একটা জীবন ।
নটীবিনোদিনী হওয়া হলো না
কানন দেবীর পিতৃপরিচয় জানা হলো না ।
শিব্রাম চক্কোত্তির মতো ফুটপাতের আকাশ
দেখা হয়নি…
এখনও ফসফরাসের মতো অনাহার !
ইহুদিদের শাপ মোচন হয়নি
কিউবা, পেরু, লাওস, কম্বোডিয়া, লিবিয়া, নিকারাগুয়া
বসনিয়া, সুদান এখনো ভালোবাসতে পারিনি ।
ওগো যম, একটু সময় ভিক্ষা আছে
অনেক অনেক কথা বলা হয়নি-
অরণ্যের কাছে ক্ষমা চাইব
নদীর কাছে পাপ স্বীকার করবো
কৃষকের সমব্যাথী হবো
ওগো যম একটু দাঁড়াও ।
যারা দুঃখ দিয়েছিল, তাদের
কুশল সংবাদ নেওয়া হয়নি
একবার নিতে দাও ।
বুট পালিশঅলাকে আলিঙ্গন করিনি
বেশ্যাকে মা সম্বোধন করিনি
শস্যকে বলিনি দরিদ্রের হও
প্রেম, তুমি শুধু কুমারীর নও
আরো আরো আরো…
একবার দাঁড়াও যম ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments