5/5 - (1 vote)

একটা রাতের টুকরো চাঁদের আলোয় মাখা জোছনাবিলাস,

পথ হারিয়ে খুঁজবে নতুন তন্দ্রাবেশের বিশাল পাহাড়।

ঘূর্নিঝড়ের অকাল প্রহর কাল হারিয়ে কালই আবার,

হারিয়ে যাবে মাড়িয়ে কিছু পথ ফুরোনো দীর্ঘশ্বাস।

নিয়ম মেনে জীবন ধারার স্থবিরতায় পূণ্য যেচে,

তুমি আমায় পথের মাঝে খুঁজে তবু আর পাবে না।

কবিতা আমার সাগর জলে ভাসবে না আর বরফ জমে,

স্মৃতির মতো সহজ মনের ডাকও তখন ক্লান্ত হবে।

অবনিবনা অবনিতে তোমার মায়া ভিন্ন বাসে,

নতুন চিঠির বোঝা হবে শ্রান্ত কোনো ডাকপিয়নের।

অক্ষরেখায় কেবল শুধু আমার কোনো নাম রবে না,

তুমি আমায় ধীরে ধীরে হিসেব করে ভুলে যাবে।

কোন জনমের প্রবোধনে বিষাদঢালা অভিমানে,

কোন জীবনের স্বপ্ন-মায়ার আনমনা কোন কাব্যগানে,

আমার কথা ভুলে গিয়ে খুঁজে নিয়ে নতুন ভাষা-

সমর্পিত জীবন ব্যথার নক্ষত্রময় আলাপনে,

তুমি আমায় ভুলে যাবে গোপন ব্যথার আহবানে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
merajul hasan
merajul hasan
11 months ago

যে দিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ,সেদিন আমায় নাই বা মনে রাখলে…
অসাধারণ ❤️