Review This Poem

চারিদিকে এত আলো
তবু কেন চোখে এ আঁধার
মুক্ত প্রকৃতি মাঝে
অদৃশ‍্য কেন প্রাচীর বাধার।
উড়ে যেতে চায় মন
বাতাসে সাঁতার কেটে দিগন্তে
যেথা ঐ রবি রাজে
হাসে কাঁদে একান্তে।
জানি পুড়ে শেষ হয় একা
তবু সে দিশারী হয়ে জ্বলে
ক্ষণিক আভাস দিতে হায়!
মানবের বুক ভাসে জলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments