ওদের সমাজ
সকালটা ভারী মিষ্টি ছিল
শান্ত স্নিগ্ধ মনোময় প্রকৃতি
আসলে সূর্যের অংশ তো
সদ্য ঘুম থেকে ওঠা
শিশুর মত শান্ত
ধীকি ধীকি বাড়ে চঞ্চলতা
ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত।
যেন ঘুম নেই চোখে আজকাল
উদয় অস্ত সমান দুকাল
চাঁদ আজকাল দল গড়েছে যে
সূর্য আর চাঁদের দল
শান্ত চাঁদে কালীর তাণ্ডব
ঠিক দ্বিতীয় পৃথিবী যেন!
দেবতা আর মানুষের মত
ভাগ হয়ে গেছে সমাজ
ওরা ছিল সব সেকালেও
আজ সমাজ গড়েছে!