আবু সাঈদ এর মৃত্যু, ২০২৪ সালে জুলাই মাসে;
আর্তনাদে কেঁপে উঠেছে বাংলাদেশে!
হাত দুটো দেহের সঙ্গে সমান্তরালে,
বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে।
ডান হাতে বাঁশের একখানি ছোট লাঠি,
বীরের ন্যায় দাঁড়িয়ে আছে বুলেটের মুখোমুখি।
ক্ষণিকে ফটাস করে শব্দ হল,
শরীরটায় আলতো করে ঝটকা লাগল!
আবারও ফট – ফট শব্দের মাঝে,
মাটির দিকে ক্রমশ শরীরটা ঝুঁকেছে।
কালো গোল – গলা টি- শার্টের উপরে,
ছোট ছোট লাল রঙের গর্ত পড়ে!
তবুও মেরুদন্ড সোজা করেই বাঁচতে চায়,
সোজা হতে পারে না; সে নিরুপায়!
দেহটা তিড়িং – বিড়িং করে লাফায়,
প্রাণটা চলে গেল মুক্তি যোদ্ধায়!
2024-08-02