বইগুলো সব আমায় বলে,
পাঠকের স্পর্শ নাই মিলে!
হৃদয় ছোঁয়া অনুভূতি জাগে,
আমায় আলমারিতে তুলে রাখে।
বইগুলো সব ভীষণ একা,
সঙ্গে আছে শোভন পাতা।
পড়ার টেবিলটি আজ শূন্য,
পাঠক কিসের নেশায় মগ্ন?
বই গুলো সব ছন্নছাড়া,
পাঠক কি তবে দিশাহারা?
তৃষ্ণায় রয় পাঠকের দৃষ্টি,
কবে হবে আত্মীয়ের সৃষ্টি?
বইগুলো সব আমায় খুঁজে,
আমার চিত্ত বইয়ের মাঝে।
আমি যতদূরে যাই,
বইয়ের সুবাস পাই।