চোখের দু’ফোটা জল গড়িয়ে গেছে উপত্যকায়,
তবু চাইনি ফিরে
গোলাপের দিকে চোখ তুলে।
শীতের হাওয়ার মতো কাতর হৃদয়
উষ্ণতা চেয়েছে,
ঈষৎ গাঢ় উষ্ণতা-
যেন বিচিত্র বর্ণালি ভেসে ওঠে বুকে।
তুমি ঝুম বৃষ্টিতে বটের মতো নির্বাক দাঁড়িেয়-
তারপর-
আধখানা চাঁদের মতো চোখ তুলে বলেছিলে,
ফিনে চণো যমুনার ঘাটে।