আয়েশী রজনী এসে বুকের উপর শুয়ে থাকে,
সে রাতভর শুয়ে থাকে।
এই বুকের উপর আরও কতো কী যে শুয়ে আছে!
এইসব ভাবতে গেলে আজ
টুকরো টুকরো হয়ে যাই।
প্রতিদিনের সকালে খোঁজ নিয়ে যায়
সকালের কালো পাখি।
ভোবরর ভাঁজ খুলেছি যেই,
দেখি-
সাদা কুয়াশার এক বিশাল পাহাড়।
একদিন-
আমিও পাহাড় হয়ে যাব-