পৃথিবী বৈচিত্র্যময়,
বৈচিত্র্যময় পৃথিবীর নিয়মনীতি।
শৃঙ্খল কেউ এসে উশৃঙ্খল হয়
উশৃঙ্খল কেউ এসে শৃঙ্খল হয়
কেউ হয়ে উঠে শান্ত জলের মতো,
কেউ হয়ে উঠে কালবৈশাখী ঝড়ের মতো।
পৃথিবীর বদলে যাওয়ার দিনে মানুষও বদলায়
পাহাড় ভালো লাগা মানুষটার আকাশ ভালো লাগতে শুরু করে,
আকাশ ভালো লাগা মানুষটার সাগর ভালো লাগতে শুরু করে,
জীবন ভালো লাগা মানুষটার মৃত্যু,আর-
মৃত্যু ভালো লাগা মানুষটার কিছুই নাহ।
উলটপালট এক পাগলাটে স্বভাবের যুবকের কাছে প্রেম
সীমান্তে কাঁটাতারের কাছে রাইফেল হাতে থাকা যুবকের কাছে যুদ্ধ
বিমানে উড়তে থাকা পাইলটের কাছে গন্তব্য
ব্যবসায়ীর কাছে চড়া মূল্য
নষ্টের দলের কাছে পতিতার দেহ,আর-
রমণীর কাছে মাতৃত্ব ভালো লাগতে শুরু করে বারংবার।
একান্ন কোটি বর্গকিলোমিটার ভ্রমণ শেষে
এক নাবিক এসে বলে-
পৃথিবীকে দেখেছি দক্ষিণ গোলার্ধে হারিয়ে যেতে,
আমার এখনও পৃথিবীকে দেখার স্বাদ মেটেনি
মানুষ দেখার স্বাদ মেটেনি মোটেও
এই বৈচিত্র্যময় বিশ্বব্রহ্মাণ্ডে আমি হারিয়ে যেতে চাই।
পৃথিবী বৈচিত্র্যময়,
বৈচিত্র্যময় পৃথিবীর নিয়মীতি।