আমার মা আছে,হ্যাঁ আমাদের মা আছে৷
কিন্তু-
যে সন্তান জন্মের দিন মা হারিয়েছে,
তারও তো মা ছিলো,অথবা-
যে সন্তান নর্দমা কিংবা ময়লার স্তুপ থেকে উঠে
পুরনো মা’কে হারিয়ে নতুন মায়ের কোলে এসেছে
তারও তো মা ছিলো,হয়তো এখনো আছে।
‘মা’ কাছে থাকলে আমি নামের হই
যার মা নেই কিংবা ছিলো,
হয়তো যার অজান্তে এখনো মা আছে,
তার আর আমার ও আমাদের সংজ্ঞা ছিলো একটাই
আমরা মানুষ জন্ম।
কিন্তু-
এই সমাজের কাছে আমি আর আমরা বাদে
যার মা মরে গেছে জন্মের পরে;এবং-
যার মা ফেলে গেছে নর্দমায়,ড্রেনে,ময়লার স্তুপে
তাদের সংজ্ঞা’টা বদলে গেছে!
সমাজ আমাকে দিয়েছে সভ্য নাম
যার মা নেই তাকে তাকে দিয়েছে অসহায় নাম
যার মা ফেলে গেছে তাকে দিয়েছে এক অসভ্য নাম,
আমি,আমরা ও তারা মানুষ জন্ম হয়েও
একজন মানুষ,একজন এয়াতিম
একজন ‘জারজ’ বলেই খ্যাতি পেলাম৷
এই কি তবে মানুষ জন্মের সার্থকতা?