কবি-
আপনার কলমে আগের মতো তেজ নেই,
পারস্পরিক মিলনের আগ্রহ নেই,
নেই কোনো শারীরিক আবেদন।
আপনি অনেক বদলে গেছেন কবি!
স্বভাবেই নাকি ভালোবাসা’র অভাবে?
কেমন ভালোবাসার কবলে পরেছেন কবি?
যে ভালোবাসা কলমকে ধীরগতিসম্পন্ন করে দেয় এমন?
আপনার কি ব্যক্তিগত প্রেম একান্তই দরকার?
কি লাভ! একের কাছে জীবন সঁপে দেওয়ার কোনো মানে নেই।
আপনার প্রেম হবে বহুপাক্ষিক,
একপাক্ষিক কিংবা একক প্রেম আপনার সাঁজে নাহ।
আপনার কলম থেকেই উৎপত্তি হবে শ’খানেক প্রেম আর প্রেমিকা।
আপনার কবিতা পড়ে প্রেমে জড়াবে অন্যজন,
হাসবে,কাদবে কিংবা মূহুর্ত রোমাঞ্চিত করবে যুগলবন্দী প্রেমিক-প্রেমিকা।
ইদানীং আপনি নিজেকে নিয়ে লিখছেন,
অথচ আপনার লেখাতে মানুষ তার জীবনবোধ খুঁজে পেত একসময়।
আপনার কথাই ছিলো ধারালো ছুরি,
অপরাধীর অপরাধ’কে হত্যা করতে অনর্গল কথা বলতো আপনার কলম।
বেশ কিছুদিন ঐ কলম জোরালো কথা বলে না,
চুপ থাকে,একদম নিশ্চুপ।
একবার কেবল আয়নায় দেখুন,
আপনি অনেক বদলে গেছেন কবি।
2023-05-15