দীর্ঘ তিন’যুগ পরে যদি
আমাদের ফের দেখা হয়,
আমি অবাক হবোনা অরুণা
থাকবেনা তোমায় হারানোর ভয়।
আমি বদলে যাবো অনেকখানি
কালো চুলদাড়ি হবে সাদা,
অরুণা তুমি আমার হতে এসোনা
আমার সামনে শতশত বাধা।
হেসেই উড়িয়ে দিচ্ছো অরুণা!
ভাবছো মিথ্যে বলছি?
অরুণা তুমি বোকাই রইলে
আমি নতুন পথে চলছি।