ছয় দেয়াল এর আবদ্ধ একটি স্থানে অস্তিত্ব টি ঘুর-পাক খাচ্ছিলো। জানালা বদ্ধ থম থমে পরিবেশ, হঠাৎ হঠাৎ ফুপিয়ে কান্নার শব্দ,জানালার ফাকা দিয়ে বেরিয়ে আসছে হালকা সাদা ধোয়া,
হঠাৎ চিরচেনা শব্দ গাড়ি চলছে মানুষ হেটে বেড়াচ্ছে,চিৎকার চেচামেচি,গান মেশিনের শব্দ। হঠাৎ দূর থেকে ভেসে আসলো এম্বুলেন্স এর পরিচিত শব্দ। জানালাটা খুলে গেলো আলো পৌছালো ছয় দেয়ালে। পৃথিবী থেকে একটি আবর্জনাকে সুগন্ধি মেখে আজ মাটিতে পুতে ফেলা হবে।
এটাকে আমি অপমৃত্যু বলতেই পারি!
2020-03-30