চোখ আবেশে বন্ধ প্রায়
অন্ধকারে ঘুম পোকারা উড়ছে
লাল – নীল – হলুদের মাঝে মিশে আছে কেউ
আমি তাকে বলি দাঁড়াও
সে হেসে বলে, দূর বোকা, আমাকে ছুঁইও না
জুয়োর টেবিলে পড়ে থাকে কিছু জোকারে তাস
বাতাসে ইথানল
উল্টে পড়ে আছে কিছু গ্লাস
শেষ বাজিতে আত্মা বন্ধক
ঘরের কপাটে লোহার শেকল
আমার পাশে এ কার চুলের সৌরভ
ঘরের আলো লাল
ঘরের আলো নীল
আমি একা হলুদের মাঝে
সূর্যের হিলিয়াম রাগ করেছে
অমাবস্যায় কাটে দিনরাত।
2022-06-04