তুমি যখন শরীরের সাথে লেগে থাকো, নিজেকে যুবক মনে হয়
তোমার উপর দিয়ে বয়ে যাওয়া তারুণ্যের স্রোতগুলোকে,
আমি আঙুলের ছোয়ায় অনুভব করি
নীল ভালোবাসায় ভরা এক ওলোট-পালোট তুমি
ষাটোর্ধ বুড়োও যখন তোমায় ছোঁয়, সেও তরুণ হয়ে উঠে…
সময়ের সাথে নাকি ভালোবাসা কমে যায়?
কৈ? তুমিতো—
সময়ের সাথে সাথে আমার আ-রো কাছে চলে এসেছো…
তোমার পুরানো হওয়াটা আমার প্রথম দিনের চাওয়া…
রোদে পুড়লে চেহারা জ্বলে যায়,
কেউ আর তেমন করে তাকায় না…
তোমার রোদে জ্বলা শরীরতো—
আমাকে আরো বেশি জেদী করে তোলে,
হিংস্র করে তোলে তোমাকে ভালোবাসায়…
তুমি আমার আটপৌরে নীল ক্যানভাস…
তুমি আমার তারুণ্যের প্রতিফলন
তুমি আমার রঙচটা ভালোলাগা
তুমি আমার — জিন্স।
2022-05-24