একটা কবিতা লেখা হবে বলে
কত সংগ্রাম, কত রক্ত, কত অশ্রুদান,
একটা কবিতা লেখার জন্য
গাওয়া হলো অসংখ্য গান,
শুধু একটা কবিতার জন্য
বঙ্গবন্ধু এতগুলো দিন
অন্ধকার সেলে কাটিয়ে দিলেন,
শুধু একটা কবিতার জন্য
এতগুলো মানুষ নিঃসংকোচে জীবন দিলেন,
শুধু একটা কবিতার জন্য
সম্ভ্রম হারালেন এতগুলো মা-বোন,
শুধু একটা কবিতা পাবো বলে
এত আয়োজন!
আজও সেই প্রতীক্ষিত কবিতা
পাওয়া হলো না,
আমরা কয়েকজন হয়তো আজও
সেই কবিতার জন্য নিমগ্ন প্রতীক্ষা করি,
কিন্তু বড়ো দুঃখ আর যন্ত্রণার নিগদ
যাদের জন্য কবিতা লেখা হবে
তারা কবিতা পছন্দ করে না,
তারা পছন্দ করে অন্যকিছু।
2020-12-25