এসো তুমি আমাদের ঘরে
অন্য বসন্তে,
ঘরে নেবো আয়োজন করে
নতুন পোশাকে।
হলুদরঙের আলোয় আমরা
গাইবো নতুন গীত,
জীর্ণ-জরা-অভাব নিয়ে
পালিয়ে যাবে শীত।
এবার আমরা ব্যস্ত ভীষণ
ঘর গোছাবার পালা,
নতুন দিনের ফুল ফোটাতে
গাঁথছি আশার মালা।
এবার আমাদের মনে নেই
বিন্দুমাত্র সুখ,
এবার আমাদের উঠান জুড়ে
বুক ভাঙা দুখ।
এবার আমাদের চালের ড্রামে
চাল নেই কোনো,
বলছি প্রিয় শোনো–
এসো অন্য বসন্তে, আমাদের ঘরে
হলুদে হবো ঘন।
2021-03-17