চারিদিকে নানান মত, নানান ধাঁচের কোন্দল
ব্যবসা তারা করেই চলে, তেতো জাতের ধুন্দল
বুঝলে তুমি অবাক হবে, কেমন করে ব্যবসা হয়
আবেগ নিয়ে খেলা করে, ওরা কিন্তু কারোর নয়।
পা রাখলেই পড়বে ফাঁদে, বুঝে শুনে করো কাজ
ইতিহাসে হারছে ওরা, তবু ওদের নেইকো লাজ
আজ যারা দুশ্চরিত্রা কিংবা যারা হারার দল
যুগে-যুগে মরুর বুকে তারাই জোগায় তৃষ্ণার জল!
মাঝেমধ্যে আবেগ-বাবু, নিয়ে যায় ভুল পথে
মাঝেমধ্যে লাইক দিই, মুগ্ধ হয় ভুল মতে
কোথায় তুমি আলোর মাঝি, শুদ্ধ করো ভুলটাকে
নতুন করে গড়তে হবে, ছাঁটতে হবে মূলটাকে।