শেষ বিকেলের মেয়ে
হয়ত কোনো এক ক্লান্ত বিকেলে,
তুচ্ছ জীবনের সব কাজ ফেলে
ছাদে এসে দাড়াবে,তখন মনে হবে,
এই তুচ্ছ আমাকে।যদিও
তখন থাকব না তোমার পাশে,
অভিমান জানিও তুমি মেঘেদের কাছে এসে,
বহুদূর থেকে বুঝে নেবো ঠিক আমিও,
শেষ বিকেলের মেয়েটি আমায় ভালোবাসে।
2020-11-26