ধবল একটি ছোট্ট পাখি, আমার কাছে আসে,
হাত বাড়িয়ে ধরতে গেলেই, দুহাত রক্তে ভাসে।
রক্ত কেন, রক্ত কেন?
রক্ত আমার ভাইয়ের যেন,
রক্তে ভেসে যায়,
বুক ফুলিয়ে বাচঁতে গেলেই,
রক্ত ওরা চায়।
কত বুলেট ছুড়বি তোরা?
আর কতটি বুক ফুঁড়বি তোরা?
একটু দূরেই ন্যায়ের সকাল,
হাত গুটিয়ে ফেল।
কাটছে তিমির, ফুটছে আলো,
এবার বুকের আগুন জালো,
কাপুরুষের জীবন নিয়ে,
বাঁচবে কত কাল?
অতীত গুলো স্মরণ করো, এটিই মোদের যুদ্ধ,
বাহান্নতে বরকতেরা, চব্বিশেতে মুগ্ধ।
মুগ্ধ আমি, মুগ্ধ তুমি, মুগ্ধ বাংলাদেশ,
তোমার আমার হাতেই হবে, স্বৈরাচারের শেষ।