1/5 - (1 vote)

সকল প্রশংসা-
জগতসমূহের পালনকর্তা
পরমকরুণাময় দয়ালু
প্রতিদান দিবসের মালিক
আল্লাহ্ তা’য়ালার জন্য।

ইবাদত করি আমরা_ শুধু তোমারই
শুধু তোমার কাছেই চাই আমরা সাহায্য।

দেখাও মোদের সহজ সরল
মুস্তাকিমের পথ,
যে পথে তুমি তাদের
দিয়েছো নিয়ামত।

সে পথ নয়_
যে পথ ভ্রান্তিতে ভরা আর
আসে তাতে তব আযাব-গজব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments