5/5 - (1 vote)

মাঝে মাঝে আমি তোমাতে হারিয়ে যাই
তোমার গভীরে ;
ভাবনাগুলো রঙবেরঙের ডানা মেলে উড়তে থাকে রঙিন প্রজাতির মতো,
তাই কি থেকে কি জিজ্ঞেস করি তোমায় বা প্রশ্ন করি- তা অনেক সময় বুঝে উঠতে পারি না নিজেই!

তাই অবান্তর কোনো প্রশ্নে-
কিংবা বোধহীন কোন জিজ্ঞাসায় যদি বিরক্ত করি তোমায়,
তা কেবল নিজের অজান্তেই প্রিয়তমা…!

কেননা- আমি তো হারিয়ে গেছি তোমার গভীরে….

ক্ষমা করে দিও নিজগুণে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments