জড়িয়ে ধরে বলেছিলে গোধূলির রঙে
হারিয়ে যাবে না কবু, মনে পরে কি সেই স্মৃতি?
মেঘ হয়ে আজো ঐ স্মৃতি তালাশ করছে
তোমার দুরত্বের মাঝে হারাচ্ছে গতি।
এলো মেলো ভাবে খুঁজেছি,
তুমি হারিয়ে যাও আমি চাইনি।
সুদিন কখন আসবে,
তা তোমার কাছ থেকে জানিনি।
স্বচ্ছ আধখানা চাঁদ _
আর তোমার দেওয়া অভিশাপ।
সব মিলিয়ে জন্মান্তরের, গোলোক ধাঁধার ফাঁদ।
নিভৃতে হারায় যতগুলো ক্ষণ_
সবি যেন আলো আঁধারের ঋণ।
সময় নিয়ে তোমার আমার,স্মৃতি কুড়ানোর প্রয়োজন।
2024-07-10