ঘৃণার সমুদ্রে স্নান করেছি
মনুষ্যত্বের অন্ধকারে হারিয়েছি।
সাবধান সমাজ
শুরু করবো নাকি কারুকাজ।
তোমাদের কি বুকে নেই পাটা,
থাকলে সামনে এসে বলনা কথা।
অন্ধকারে পিছু বলো রটনা,
আলোতে ভদ্র সেজো না।
তোমাদের কারণে কত অবুঝের মৃত্যু,
আবার হারিয়ে যাওয়া ভালোবাসাও সত্য।
জানো একটা সহ্যসীমা আছে,
যার সমাপ্তিতে তোমাদের মরণ ভাসে।
আবারও সাবধান সমাজ,
আমরা মৃত্যু উৎপাদন করবো আজ।
হোক পূর্ব থেকে পশ্চিম,
বা উত্তর হতে দক্ষিণ।
তোমরা ভুলেও আামাদের কল্পনায় এসো না,
তাহলে তোমাদের শেষ ঘুম হবে দারুণ যন্ত্রণা।
2024-01-25