সামাজিক চিত্রে কত কত হাসিমুখ
হৃদয়ে গেঁথে আছে অসামাজিকতার সুখ।
তোমাদের চোখে হয়তো এটাই স্বপ্নিল সত্য,
বাস্তবতায় অগোছালো সবার অস্তিত্ব।
মাটির নিচে চাপা পড়া কঙ্কাল ছাড়া
আর সব মানুষই মুখোশধারী।
বিশ্ব যেন এক সার্কাসের কারাগার
আর গোরস্থানই হলো,
কারাগারের থেকে মুক্তির দিশারী।
অদ্ভুত অপেক্ষা এখনো সবার,
নেই কোনো প্রতিযোগিতা।
মুখোশটা খুলে দেখো
কঙ্কালের ছন্দ বিহীন,
মিলবে না জাগতিক কবিতা।
2024-04-03