অঞ্চল জুড়ে প্রেমের মৃত্যু
প্রতি দেয়ালে দেয়ালে আঁকা।
ফুটপাতে পরে থাকা পাগলের
আত্মজীবনী থেকে দেখা।
আবার, আবার, আবার
বলে আর কতবার?
সময়তো থেমে নেই কোথাও
শুনছো কি ঘড়ির হাহাকার?
তোমার দেওয়া অবহেলায়
এখন দেয়ালে লেগেছে পিঠ।
এ তুমি কেমন পাহাড়িকা?
যার নেই কোন সামিট।
কোন এক বিকেলে যদি ঘুম ভেঙ্গে যায়,
জানালায় দাঁড়িয়ে দেখতে পারো একটা পাগলের মুখ।
যদি পারো তার মাথায় একটু বুলিয়ে দিও হাত,
কারণ সে মাতাল নয় তার হয়েছে একটু অসুখ।
2024-04-08