অদ্ভুত মায়াজাল
জন্ম থেকে অনন্ত
মুখশের আড়ালে
মৃত কিন্তু জীবন্ত।
সমাপ্তির আকাশে শুনেছ কি গান?
আক্ষেপ শুধু একটাই তোমার পিছুটান।
আমার যৌবনে তোমার আকুতি যেন প্রস্তাব,
যা ছিল অনিশ্চিত মৃত্যুর ওয়ারিশহীন জবাব।
শৈশবের স্মৃতিচারণে মায়ের আদর।
আঠারোতে সেও চলে যায়,
এরপর সবাই হলো পর।
পঁচিশ পর্যন্ত বাঁচলাম তোমার আশায়,
মায়ের কাছে ফিরে যেতে এখন কে আটকায়।
সবশেষে বলছি খোঁজ করোনা আমার কবর।
ফিরে এসেছি মায়ের কাছে, তুমিও এখন পর।
2024-02-17