আমায় তুমি তোমার পৃথিবী বলেছিলে।
আবার সেই পৃথিবীর মরুভূমি দেখে,
তুমি আমায় নিঃস্ব ভেবেছিলে।
তুমি সেই পৃথিবীর ভাষা বুঝনি।
কিন্তু তোমার ভাষায় পৃথিবীকে,
অন্ধ সাব্যস্ত করেছিলে।
এই পৃথিবীর কঠোরতা তুমি দেখেছিলে,
কিন্তু তার সৌন্দর্য ও সরলতা দেখনি।
তোমার প্রতিটি চুম্বনে আমি উষ্ণতা খুঁজেছি,
কিন্তু কুয়াশা মাখা ঘিরি পথের শীতলতা তোমায় বুঝতে দেয়নি।
আমি তোমার চোখে পৃথিবী দেখেছি,
তবে এই বিস্ময়কর পৃথিবীর অভ্যন্তরীণ সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারনি।
2024-02-17